জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বুধবার ধর্মতলায় বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। গ্রেপ্তার করা হয় তাঁর সমর্থকদেরও। বৃহস্পতিবার তাঁর জামিন হয়।
নওশাদ সঙ্গে ৯৫ আইএসএফ কর্মীরও জামিন হয়েছে এদিন। এই মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর।
এদিন ব্যাঙ্কশাল কোর্টের সামনে গ্রেপ্তারির বিরুদ্ধে আইএসএফ কর্মী-সমর্থকরা স্লোগান তোলেন। হাড়োয়া-রাজারহাট রোডে পথ অবরোধ হয়।
বুধবার নওশাদ সহ আইএসএফ সমর্থকদের গ্রেপ্তার করে পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা করেছিল পুলিশ। সংশোধিত ওয়াকফ আইন এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’-র প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিল আইএসএফ।
Naushad Siddiqui
জামিন পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি

×
Comments :0