Rahul Gandhi

বার্লিন সফরে রাহুলের নিশানায় বিজেপি

জাতীয়

বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে ইডি এবং সিবিআইয়ের মতো দুই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে। যারা বিজেপির সাথে হাত মেলাচ্ছে তাদের রেয়াদ দেওয়া হচ্ছে। বার্লিনের আলোচনা সভা থেকে বিজেপিকে নিশানা করে বললেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
রাহুল বলেন, ‘ভারতের বিভিন্ন সংস্থা গুলোকে আজ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানের স্বাধীকারকে হত্যা করা হচ্ছে। ইডি, সিবিআইয়ের মতো সংস্থা গুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে তারা কোন অপরাধ পায় না। যারা বিরোধী তাদের বিরুদ্ধে সব অভিযোগ পাওয়া যায়।’ 
সংসদের শীতকালিন অধিবেশন চলাকালিনই জার্মানি সফরে গিয়েছেন রাহুল। আর এই সফর নিয়ে রাহুলকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তিনি বলেন, ‘সংসদের অধিবেশন চলাকালিন রাহুল গান্ধী জার্মানি চলে গেলেন। সেখানে গিয়ে দেশের বদনাম করছেন।’
জার্মানি থেকেও ভোট চুরি নিয়ে বিজেপিকে নিশানা করেছেন। রাহুল আলোচনা সভায় বলেন, ‘কংগ্রেস তেলেঙ্গানা এবং হিমাচলে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে। ভারতে সাংবাদিক সম্মেলন করে আমি প্রমাণ করে দিয়েছি হিমাচলের নির্বাচনে কোন কারচুপি হয়নি। কিন্তু মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে।’ উল্লেখ্য একাধিক রাজ্যে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে সরব হন রাহুল গান্ধী। দেখা গিয়েছে ব্রাজিলের মডেলের নাম এদেশের ভোটার তালিকায়। মোদী সরকারের অর্থনৈতিক নীতি নিয়েও বার্লিনে সমালোচনা করেছেন রাহুল। তার কথায় মোদী সরকারের এই নীতি দেশ এবং দেশের মানুষকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে।

Comments :0

Login to leave a comment