মলয়কান্তি মণ্ডল: রানিগঞ্জ
বাঁশড়া কোলিয়ারির সি-পিটে শুক্রবার সকাল ৯ টা নাগাদ খনিগর্ভে যাওয়ার ডুলি ( লিফট) মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। এর ফলে ২২ জন খনিশ্রমিক আটকে পড়ে। দেড় ঘন্টা পর খনি শ্রমিকদের বাইরে আনা হয়। নিরাপত্তার প্রশ্ন তুলে খনি শ্রমিকরা খনি কর্তৃপক্ষের সামনে বিক্ষোভ দেখান। বিদ্যুৎ বিভ্রাটের জেরে খনিগর্ভের ডুলি বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। ভারতের কোলিয়ারি মজদুর সভা (সিআইটিইউ) দীর্ঘদিন ধরেই সমস্ত কয়লাখনিতে বিকল্প বিদ্যুৎ পরিষেবার দাবি করলেও কর্তৃপক্ষ উদাসীন থাকছে।
Comments :0