রবিবার ফের একবার কলকাতা লিগে নামছে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ বেহালা স্পোর্টিং ক্লাব। গত ম্যাচে সুরুচি সংঘের কাছে ১-১ গোলে আটকে গেছিল তারা। বর্তমানে গ্রুপ ' এ ' তে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে সবুজ মেরুন। এই ম্যাচ জিততে পারলে অবস্থানের কিছুটা উন্নত হবে তাদের। সুপার সিক্সে যেতে বাকি সব ম্যাচই মরণবাঁচন ম্যাচ তাদের কাছে। নৈহাটি বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৩ টে থেকে।
Calcutta football League
কলকাতা লিগে মোহনবাগানের সামনে বেহালা স্পোটিং
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0