প্রায় ১৪,০০০ অতিরিক্ত বুথ করা হতে পারে রাজ্যে। নির্বাচন কমিশনের সূত্রের উল্লেখ করে এমন সম্ভাবনা জানিয়েছে সংবাদসংস্থা। বুথ পুনর্গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য ২৯ আগস্ট সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে কমিশনের সূত্র।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর’র প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। কিন্তু তার আগেই শুরু বিহারের এসআইআর নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছে কমিশন। ৬৫ লক্ষ নাম বাদ ঘিরে কমিশনের ভূমিকা গুরুতর প্রশ্নের মুখে। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড বিবেচনা করার কথা বলা হয়েছে। বিহারের পর, বিধানসভার মেয়াদের বিচারে, ভোট হওয়ার কথা পশ্চিমবঙ্গে।
পশ্চিমবঙ্গে বর্তমানে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট প্রায় ৭৯ হাজার বুথ রয়েছে। সূত্রের খবর ভোটদান সহজ করার যুক্তিতে ১,২০০-র বেশি ভোটার বিশিষ্ট বুথগুলিকে ভাগ করা হবে। আগামী ২৯ আগস্ট বিকেল সাড়ে তিনটেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বৈঠক হওয়ার কথা। প্রায় ১৪ হাজার নতুন বুথ যুক্ত হলে রাজ্যে মোট বুথের সংখ্যা ৯২,০০০ ছুঁয়ে যাবে। 
সম্প্রতি কমিশনের নির্দেশে দুই ইআরও এবং দুই সহকারী ইআরও-কে সাসপেন্ড করেছে রাজ্য। রাজ্য গোড়ায় নারাজ থাকলেও পরে এই ব্যবস্থা নিতে হয়েছে। তবে বারুইপুর পূর্ব এবং ময়না কেন্দ্রের ভোটার তালিকায় গরমিলে যুক্ত এই চার আধিকারিকের বিরুদ্ধে কমিশনের নির্দেশ অনুযায়ী এফআইআর দায়ের করেনি রাজ্য।
14,000 booths may increase in West Bengal
রাজ্যে বাড়তে পারে ১৪ হাজার বুথ, সর্বদলীয় সভা ২৯ আগস্ট
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0