এই ঘটনায় গোটা শিয়ালদহ অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় কারমাইকেল হোস্টেলের গুরুতর আহত ১০ জনের অধিক শিক্ষার্থীকে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পরে আহত আবাসিকদের নিয়ে কারমাইকেলের শিক্ষার্থীরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মুচিপাড়া থানায় ঘটনার পর থেকেই থেকে ভোরবেলা অবধি অবস্থান করেন। দোষীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। আবাসিকদের কথায়, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন- আক্রমণ শুধুমাত্র বাংলার বাইরেই নয় এ রাজ্যের বুকেও একাধিক জায়গায় বারে বারে নামিয়ে আনা হচ্ছে। উত্তরবঙ্গ, মালদা ,মুর্শিদাবাদ এবং একাধিক বাইরের জেলা এবং বাইরে রাজ্য ও দেশ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশকে জানিয়ে ইতিমধ্যেই এই ঘটনার যত দ্রুত সম্ভব দোষীদেরকে চিহ্নিত করে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন।
Lynching
বাংলায় কথা বলায় কলকাতায় আক্রান্ত একাধিক পড়ুয়া

×
Comments :0