Student Death

কোচবিহারের কলেজ হোস্টেলে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর রহস্য মৃত্যু

রাজ্য জেলা

অমিত কুমার দেব- কোচবিহার

 তৃতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হোস্টেলে। এই ঘটনা রীতিমতো ছড়িয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণ চওড়া এলাকায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে অনুমান। মৃতার নাম অন্বেষা ঘোষ। তাঁর বয়স ২০ বছর। তিনি দুর্গাপুরের বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, হোস্টেলে তাঁর রুমমেটরা বুধবার নিজের বাড়িতে চলে যায়। হোস্টেলের এই ঘরে একাই ছিলেন অন্বেষা। তিনি এই হোস্টেলের অন্য ঘরে থাকা বান্ধবীদের জানিয়ে ছিলেন, রাতে তাদের সাথেই থাকবেন তিনি। কিন্তু রাত ১টা বেজে গেল অন্যের তাদের ঘরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর বান্ধবীরা। এরপর তাঁরা অন্বেষার ঘরে গিয়ে দরজায় কড়া নাড়েন। কিন্তু তাঁরা দেখতে পান দরজা ভেতর থেকে লক করা রয়েছে। এই পরিস্থিতিতে তাদের উদ্বিগ্নতা ক্রমশ বাড়তে থাকে এবং তাঁরা তড়িঘড়ি  ওয়ার্ডের দায়িত্বে থাকা সবিতা গুহকে খবর দিয়ে ডেকে নিয়ে আসেন। তাঁর উপস্থিতিতে ডাকাডাকি করেও অন্বেষার কোন সাড়া না পেয়ে দরজার লক ভেঙে তাঁরা ভেতরে ঢুকে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে অন্বেষার দেহ। এই অবস্থায় অন্বেষাকে বাঁচানোর তাগিদে তড়িঘড়ি তারা দেহটিকে নামিয়ে অ্যাম্বুলেন্সে চাপিয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান কিন্তু এই বেসরকারি হাসপাতাল থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এরপর তারা অ্যাম্বুলেন্স নিয়ে সোজা চলে আসেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখানে কর্তব্যরত চিকিৎসকেরা এই ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
 এই অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া মাত্রই শুক্রবার সকালে এই ইঞ্জিনিয়ারিং কলেজের ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে ইতিমধ্যেই মৃতার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার পরিবারের লোকজন এসে পৌঁছলেই ময়নাতদন্ত হবে এই ছাত্রীর মরদেহের।

Comments :0

Login to leave a comment