দল বেঁধে মদ্যপান চলছিল রাস্তার ধারে। তারই প্রতিবাদ করেছিলেন শিক্ষক নিরুপম পাল। সঙ্গে সঙ্গে ঘিরে ধরে মারধর করা হয় শিক্ষককে। শিক্ষককে নিয়ে যেতে হয় হাসপাতালে।
ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সঙ্গীদের খোঁজ চলছে বলে জানিয়েছে বেলঘরিয়া থানা। 
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় নন্দননগরের এই মারধরে রক্তাক্ত হয়েছেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল। তাঁর পরিবারের থেকে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবারের সঙ্গে দ্রুত দেখা করেছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। প্রশাসন এবং পুলিশের ভূমিকায় ক্ষোভ জানান তিনি। মারধরে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।
জানা গিয়েছে, কামারহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডে এই পাড়ার অঙ্কন শিক্ষক নিরুপম পাল ভোর বেলা আত্মীয়ের বাড়ি থেকে বাইক নিয়ে  বাড়ি ফিরছিলেন। সেই সময় নন্দন নগর নেতাজি পল্লী এ-ব্লকের সামনে ঝিলের ধারে পাঁচজন যুবক ও এক যুবতী বসে মদ্যপান করছিল। প্রতিবাদ করায় এরা সবাই ঘিরে ধরে শিক্ষককে মারধর করে। পুরো মারধরের ঘটনা সিসিটিভি-তে ধরা পড়েছে।
আক্রান্ত শিক্ষককে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Belgharia Teacher
বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় দল বেঁধে মার শিক্ষককে
                                    বেলঘরিয়ায় নন্দননগরের শিক্ষককে ঘিরে ধরে মারধর। ছবি সিসিটিভি থেকে।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0