আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন কলেজের স্বীকৃতি দিত পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়। কেন্দ্রের বিজেপি সরকার সেই স্বীকৃতি খারিজ করছে। তার বদলে একটি ‘ডিমড’ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হচ্ছে কলেজগুলিতে। শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষাবিরোধী এমন নীতির বিরুদ্ধে লড়াই চালাবে এসএফআই।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ছাত্র কনভেনশনে ছাত্রছাত্রীদের এমন বিপদের বিষয় উল্লিখিত হয়েছে। কনভেনশনে বক্তব্য রেখেছেন এসএফআই সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস। রাজ্যের কলেজগুলিকে এভাবে বিপদে ফেলার জন্য কেন্দ্রের কড়া সমালোচনা করেন তিনি। আন্দোলন গড়ার ডাকও দিয়েছেন।
কনভেনশনে ছাত্রছাত্রীরা বলেছেন যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান চলছে স্থায়ী শিক্ষক নিয়োগ ছাড়াই। শিক্ষার মানের সঙ্গে আপস করা হচ্ছে। অনিশ্চয়তার মদ্যে পড়াশোনা চালাতে হচ্ছে ছাত্রছাত্রীদের। আলোচনায় এসেছে ক্রীড়া পরিকাঠামোর অভাবের কারণে ক্ষোভও। দ্বীপাঞ্চলে উচ্চমাধ্যমিক স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে না অনেকক্ষেত্রেই। হস্টেলে থাকার বাধ্যবাধকতা কারণ দেখিয়ে বসবাসের এলাকা নিয়ে আপত্তি তোলা হচ্ছে।
আন্দামান নিকেবরে এসএফআই’র আহ্বায়ক আবদুল ওয়ারিশ জানিয়েছেন আন্দোলন জারি রেখেছে এসএফআই। কনভেনশন থেকে উঠে আসা একাধিক বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের পক্ষে আরও জোরালো হবে লড়াই। গত সোমবার হয়েছে এই কনভেনশন।
Andaman SFI
আন্দামানে কনভেনশন থেকে জোরালো লড়াইয়ের ঘোষণা এসএফআই’র

×
Comments :0