স্বাধীনতার লড়াইয়ে যে সংগঠনের কোনও ভূমিকা ছিল না স্বাধীনতার দিনে সেই আরএসএস’র প্রশংসায় মুখর হলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে সিপিআই(এম)।
মোদী লালকেল্লায় ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে বলেছেন, ‘‘আজ গর্বের সঙ্গে জানাচ্চি যে একশো বছর আগে যে সংগঠন তৈরি হয়েছিল সেই আরএসএস দেশের ইতিহাসে সোনালি অধ্যায় রচনা করেছে।’’
মোদীর সংযোজন, ‘‘মা ভারতীর কল্যাণে সবয়ংসেবকরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন। আরএসএস দেশের সবচেয়ে বড় এনজিও।’’
সিপিআই(এম) বলেছে, ‘‘এই বক্তব্য স্বাধীনতার আন্দোলনে শহীদদের অপমান। সলকীর্ণ এই সংগঠনের গৌরব গাথার প্রচার করা হয়েচে ইতিহাসকে অগ্রাহ্য করে। এই বক্তব্য লজ্জাজনক।
বেবি বলেছেন, ‘‘স্বাধীনতার লড়াইয়ের মর্মকে অপমান করা হয়েছে আরএসএস’র এমন প্রশংসায়।’’ তিনি বলেছেন, ‘‘এই সংগঠনের কোনও ভূমিকা নেই স্বাধীনতা আন্দোলনে। বরং, দেশকে জাতীয় ঐক্যকে ক্ষতির মুখে ফেলেছে বারবার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন করে। ইতিহাসবিদরা এই সংগঠনের ভূমিকা চিহ্নিত করেছেন। বিভিন্ন দাঙ্গা করানো এবং অন্য হিংসায় মদত দিয়েছে আরএসএস। মহাত্মা গান্ধীকে হত্যার পর এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই সংগঠনের প্রশংসা করে স্বাধীনতা আন্দোলনের শহীদদের অপমান করা হয়েছে।’’
এদিন দিল্লির করোলবাগে জাতীয় পতাকা উত্তোলন করেন বেবি। তিনি বলেন, ‘‘ঔপনিবেশিক শাসন থেকে ভারতের মুক্তি অর্জন দীর্ঘ এবং কঠিন সংগ্রামের মাধ্যমে হয়েছে। শহীদ ভগৎ সিং বা আশফাকুল্লার মতো স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ কেবল এদিনের বিষয় নয়, প্রতিদিনের।’’
বেবি বলেন, ’’মহাত্মা গান্ধী থেকে সুভাষ চন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ থেকে কৃষ্ন পিল্লাই, ইএমএস, একে গোপালনের মতো অসংখ্য মানুষ স্বার্থহীন লড়াই চালিয়ে স্বাধীনতার ভিত্তি প্রতিষ্ঠা করেছেন।’’
Modi RSS CPI-M
স্বাধীনতার ভাষণে আরএসএস’র প্রশংসা মোদীর, প্রতিবাদ সিপিআই(এম)’র

×
Comments :0