ভোটাধিকার রক্ষার স্লোগান তুলে বিহারে পদযাত্রা শুরু করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর’র প্রতিবাদে লোকসভার বিরোধী দলনেতার এই কর্মসূচি। রবিবার থেকে এই 'ভোট অধিকার যাত্রা' শুরু করবেন তিনি।
কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ অখিলেশ প্রসাদ সিং বলেছেন, "রাহুল গান্ধী ১৫ দিন বিহারে থাকবেন। তিনি এই যাত্রায় নেতৃত্ব দেবেন। বিহারের ২৫টি জেলা জুড়ে এই পদযাত্রা হবে। ২০, ২৫ এবং ৩১ আগস্ট, তিনদিন, বিরতির জন্য যাত্রা বন্ধ থাকবে।"
বিহারে বিধানসভা ভোট এ বছরই। তার আগে এসআইআর চালু করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম। চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। কাদের নাম বাদ, তার কারণ জানিয়ে তালিকা পর্যন্ত দেয়নি কমিশন। সুপ্রিম কোর্ট ৬৫ লক্ষ নামের তালিকা এবং বাদ যাওয়ার কারণ জানিয়ে বিশদ তথ্য বের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। বৈধ ভোটার হিসেবে বিবেচনার নথি হিসেবে আধার কার্ডকে গ্রহণ করারও নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ।
রবিবার সাসারাম থেকে যাত্রা শুরু করবেন রাহুল। পদযাত্রা শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর, পাটনা শহরে। একটি সমাবেশের মাধ্যমে 'ভোট অধিকার যাত্রা' শেষ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সমস্ত অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস।
অখিলেশ প্রসাদ সিং আরও জানিয়েছেন, "সাসারামে রাহুল গান্ধীর সাথে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব ও বিজেপি বিরোধী ‘মহাগঠবন্ধন’-র শরিক তিন বামপন্থী দলের নেতৃবৃন্দ থাকবেন।’’
রাজনৈতিক মহলের জল্পনা বিধানসভা নির্বাচনের আগে ‘ইন্ডিয়া’ মঞ্চের দলগুলির যৌথ লড়াইয়ে এই পদযাত্রা বিশেষ ভূমিকা রাখবে।
SIR RAHUL
ভোটাধিকার রক্ষার স্লোগানে বিহারে ১৫ দিনের পদযাত্রায় রাহুল

×
Comments :0