SFI

ভগৎ সিং এর বাড়ি গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানালো এসএফআই

জাতীয়

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে শহীদ-এ-আজম ভগৎ সিংয়ের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানিয়ে সভা করল এসএফআই, ছিলেন এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। সাথে সিপিআই(এম)'র পাঞ্জাব রাজ্য সম্পাদক সহ ডিওয়াইএফআই কর্মীরাও ছিলেন। ঠিকানা খাটকার কালান, নওয়াশহর, পাঞ্জাব।

ভগৎ সিং কেবল স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, তিনি একজন সমাজতন্ত্রী বিপ্লবী ছিলেন। ভারতের মানুষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করাই শুধু নয়, তাঁর স্বপ্ন ছিল ভারতের মাটিতে শ্রমিক-কৃষকের সরকার কায়েম করা। মাত্র ২৩ বছর বয়সে শহীদ হওয়া ভগৎ সিং আগামী বহু প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থেকে গেছেন।

সৃজন জানিয়েছেন, এসএফআই নিজেদের ভগৎ সিংয়ের মতাদর্শের উত্তরাধিকারী বলে গণ্য করে। যে আরএসএস-বিজেপি দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আজকের ভারতে এসএফআই তাদের পরাস্ত করতে চায়। এসএফআই আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ঊর্ধ্বে তুলে ধরে।

তিনি বলেন, 'আমরা সারা বছরই স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্বকে উদযাপন করে থাকি। আজ দেশজুড়ে অগণিত কর্মসূচির আয়োজন করেছে এসএফআই। এই কাজ আরও গতি পাবে আগামীদিনে।'

Comments :0

Login to leave a comment