Trump Putin

‘অবস্থান স্পষ্ট-নির্দিষ্ট’, ট্রাম্প-পুতিন বৈঠকের মুখে রাশিয়া

আন্তর্জাতিক

ক্রিমিয়া, ডোনেৎস্ক, লুগানস্কের মতো প্রদেশ গণভোট করে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছিল। মান্য করতে হবে ইউক্রেনকে। 
ডোনাল্ড ট্রাম্প- ভ্লাদিমির পুতিন শীর্ষ বৈঠকের মুখে এই অবস্থান ফের জানালো রাশিয়া। ভারতীয় সময়ে শুক্রবার আলাস্কায় শুরু হওয়ার কথা এই বৈঠক। ট্রাম্প বলেছেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সংঘর্ষ বিরতি চুক্তি তৈরি করার লক্ষ্যে বৈঠক করবেন তিনি। 
এদিন বৈঠকের কিছু আগে রাশিয়ার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন সেদেশের বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, “বৈঠকের ফলাফল সম্পর্কে আগাম কোন মন্তব্য আমরা করছি না। আলোচনার মাধ্যমেই ফলাফল বেরিয়ে আসবে। আমরা আমাদের বক্তব্য জানাবো। আমাদের বক্তব্য খুব স্পষ্ট এবং নির্দিষ্ট।”
লাভরভ বলেছেন, “রাশিয়া এবং আমেরিকা গত কয়েক মাসে একাধিক দফায় আলোচনা প্রক্রিয়া চালিয়েছে। আমেরিকার দূত স্টিভ উইটকফ একাধিক সফর করেছেন রাশিয়ায়। 
রাশিয়ার বক্তব্য, ইউক্রেনকে নিশ্চিত করতে হবে যে তারা সামরিক জোট ন্যাটো-তে যোগ দেবে না। সামরিকীকরণের মাত্রা কমাতে হবে। নাৎসিবাদী ভাবধারা প্রচারের উদ্যোগ কমাতে হবে জেলেনস্কির ইউক্রেনকে। 
রাশিয়া বারবার আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধ জোট ন্যাটোকে সংঘাতের জন্য দায়ী করে এসেছে। পূর্ব ইউরোপে তৎপরতা বাড়াচ্ছে ন্যাটো। ইউক্রেনকে বোড়ে বানাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। পুতিনের প্রশাসন এই অভিযোগে বিভিন্ন সময়ে সরব হয়েছে।

Comments :0

Login to leave a comment