রবিবার ১৭ আগষ্ট মরশুমের দ্বিতীয় ডার্বিতে নামবে মোহনবাগান। তার আগের দিন শনিবার নিজেদের মাঠে অনুশীলন সারল মোহনবাগান দল। অনুশীলনের আগে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোচ মলিনা। তিনি বলেন ' আমদের অনুশীলন কিছুটা দেরিতে শুরু হয়েছিল। তাই আমরা এখনও ফুল ফিট নোই। তবে আমরা তৈরি । রবিবারের ম্যাচে ইস্টবেঙ্গলের রশিদ না থাকায় তা অ্যাডভান্টেজ কিনা সেই প্রশ্ন মলিনা বলেন ' কালকের ম্যাচে নেই তাতে ইস্টবেঙ্গলের সমস্যা হওয়ারও কথা নয়। ওদের আরো অনেক বিদেশীরা রয়েছে। এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ নয়। আমার মনে হয় আমাদের থেকে আরো ৭-৮ দিন ওরা বেশি অনুশীল করেছে। এটা ওদের কিছুটা এগিয়ে রাখবে। এটা ডুরান্ড কাপ। প্রি সিজন টুর্নামেন্ট। কিন্তু এখনই সেরা ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলকে দেখা যাবেনা। আমরা জানি যে আমরা কোথায় আছি। আমরা আমাদের সেরাটা দিয়েই ওদের হারাতে চাই ' । ডার্বিতে সকল সকর্থকদেরই আশা থাকে জেতার জন্য । সমর্থকের চাপ এবং ভালোবাসা নিয়ে মলিনা বলেন ' শেষ ৩-৪ দিন ধরেই সবাই আমায় বলছে ডার্বি জেতার কথা। আমি জানি যে সবাই খুব আশা করে রয়েছে। আমি জানিনা যে ইস্টবেঙ্গল দল কতটা শক্তিশালি দল '। ত সুহেল, টম অনুশীলন করছেন পুরোদমে। তাই রবিবারের ম্যাচে তাদের খেলার সম্ভাবনা রয়েছে । শুভাশীষ , মনবির , কিয়ান অনুশীলন করেননি। তাই রবিবারের ম্যাচে তারা খেলবেন কিনা সেই ব্যাপারে ধোঁয়াশা রাখলেন মলিনা। গত শুক্রবারই এসিএল ২ - র সূচি প্রকাশ করা হয়েছে।১৬ তারিখ প্রথম ম্যাচে মোহনবাগান নামবে । মলিনা এই প্রসঙ্গে বলেন ' চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সহজ খেলা হবেনা। প্রতিপক্ষ ও সহজ হবেনা। তবে আমি খুব আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করার জন্য ' । কিছুক্ষণ আগের ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্সে লাল হলুদ কোচ অস্কার ব্রুজন বলেছিলেন যে , মোহনবাগানের দুর্বলতা সম্পর্কে তিনি ভালোমতই অবগত। এই বিষয়ে প্রশ্ন করা হলে মলিনা বলেন ' আমরা পারফেক্ট নই। দুর্বলতা আমদেরও রয়েছে। উনি ভালো কোচ। তাই প্রতিপক্ষের দুর্বলতা জানাটা তার কর্তব্য। আমিও ওদের দুর্বলতা জানি ' । গত কয়েক মরশুম ধরেই ডার্বিতে দারুণ পারফর্ম করছেন দিমিত্রি পেট্রাটস। তার খেলার ব্যাপারে মলিনা জানিয়েছেন যে , দিমি খানিকটা খেলার জন্য ফিট ।
পরবর্তীতে জ্যাসন কামিংস প্রেস কনফারেন্সে এসে বলেন ' ডার্বি এশিয়ার সেরা ম্যাচ। এটা আমাদের জন্য বড় ম্যাচ। এটা আমার তৃতীয় মরশুম। আমি তৈরি। মণবীর সেরা খেলোয়াড়। ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে আমাদের দল খুবই ভালো। অনেক অপশন রয়েছে '। প্রতিপক্ষ দলের দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন ' ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা ভাবতে চাইনা। আমরা আমাদের নিজেদের দল নিয়েই ভাবতে চাই '। ডার্বিতে তার গোল রয়েছে এবং তার রেকর্ডও যথেষ্টই প্রশংসনীয়। এ বিষয়ে তিনি বলেন ' এটা একটা বড়ম্যাচ। আমি যবে থেকে এসেছি ডার্বিতে আমরাই জিতেছি। তাই কালকের ম্যাচে আমরাও ফেভারিট । আমরা সবাই ফিট হওয়ার জন্য আরো অনেক বেশি পরিশ্রম করছি এবং জিমে যাচ্ছি। অর্থাৎ সবমিলিয়ে গোটা সবুজ মেরুন বাহিনি ডার্বিতে নামার আগে পুরোদস্তুর প্রস্তুতি নিয়েই মাঠে নামবে।
Comments :0