রানাঘাট রেড ভলেন্টিয়ার্স কালী নারায়ণপুর শাখার উদ্যোগে রবিবার স্বাস্থ্য শিবির হয়েছে।
ডাঃ সৌমেন্দু নাগ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে ৩২ রোগীকে বিনামূল্যে চিকিৎসা করেন। তাঁদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষিকা এবং সমাজকর্মী রাধারানী মজুমদার, বনয়ারী মজুমদার, সমাজকর্মী দুলাল মন্ডল এবং অন্যান্যরা।
স্বাস্থ্য শিবির পরিচালনা করেন কালীনারায়ণপুর রেড ভলেন্টিয়ার শাখার আহ্বায়ক শুভেন্দু নাগ ও মনোজিৎ ঘোষ। শুভেন্দু জানান জানান বিগত দিনেও এমন স্বাস্থ্য শিবির হয়েছে। ভবিষ্যতে আরও ৩০ টি স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা রয়েছে।
Red Volunteers Ranaghat
রানাঘাটে রেড ভলেন্টিয়ার্স-র উদ্যোগে স্বাস্থ্য শিবির

×
Comments :0