গাজায় গণহত্যার প্রতিবাদ করায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর সমালোচনায় ইজরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার। প্রিয়াঙ্কা ইজরায়েলকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করার পর এই বিতর্কের সূত্রপাত হয়। আজার প্রিয়াঙ্কার মন্তব্যকে লজ্জাজনক বলে চিহ্নিত করেছেন। এই ঘটনার পর কংগ্রেস নেতা পবন খেরা এবং গৌরব গগৈ ইজরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া নিন্দা করেছেন।
প্রিয়াঙ্কা গান্ধী এক্সহ্যান্ডেলে গাজায় গণহত্যা নিয়ে ইজরায়েলকে নিশানা করেছেন সরাসরি। তিনি লেখেন, গাজায় ইজরায়েল সরকার গণহত্যা চালাচ্ছে। তারা ৬০,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে ১৮,৪৩৩ জন শিশু। তিনি আরও বলেন, নীরবতা এবং নিষ্ক্রিয়তার মাধ্যমে এই ধরনের অপরাধকে সমর্থন করাও একটি অপরাধ। একই সাথে তিনি ভারত সরকারের নীরবতারও সমালোচনা করেন।
এর জবাবে, রাষ্ট্রদূত আজার পাল্টা টুইট করে বলেন, ‘লজ্জাজনক হলো আপনার কথা। ইসরায়েল ২৫,০০০ হামাস সন্ত্রাসীবাদীকে হত্যা করেছে।’ আজার দাবি করেন যে, ইজরায়েল গাজায় ২০ লক্ষ টন খাবার সরবরাহ করেছে, কিন্তু হামাস সেগুলো দখল করে নিচ্ছে।
কংগ্রেস নেতা পবন খেরা তার একটি দীর্ঘ পোস্টে রাষ্ট্রদূত আজারের সমালোচনা করেন। তিনি বলেন, একজন বিদেশি রাষ্ট্রদূতের একজন ভারতীয় সাংসদের সমালোচনা করা অসহনীয়। খেরা বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে ট্যাগ করে ইজরায়েলি কূটনীতিকের এই ‘প্রকাশ্যে ভয় দেখানোর‘ প্রচেষ্টা বন্ধ করার দাবি জানান। তিনি আরও বলেন, ‘গণহত্যায় অভিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূত একজন ভারতীয় সাংসদকে আক্রমণ করা ভারতীয় গণতন্ত্রের মর্যাদার প্রতি সরাসরি আক্রমণ।’
কংগ্রেস নেতা সাংসদ গৌরব গগৈও এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘একজন বিদেশি রাষ্ট্রদূতের একজন ভারতীয় সাংসদের বিরুদ্ধে এমন অবমাননাকর মন্তব্য করা একটি গুরুতর বিষয়।’ তিনি বলেন, ‘যদি কেন্দ্রীয় সরকার নীরব থাকে, তাহলে সংসদও নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না।’
প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি গাজায় পাঁচজন আল জাজিরা সাংবাদিকের হত্যাকাণ্ডেরও নিন্দা জানিয়েছিলেন, যাকে তিনি "জঘন্য অপরাধ" বলে চিহ্নিত করেছেন।
Priyanka Gandhi
গাজার গণহত্যার প্রতিবাদ করায় প্রিয়াঙ্কাকে আক্রমণ ইজরায়েল রাষ্ট্রদূতের

×
Comments :0