আজ ১৬ আগষ্ট । আগামী রবিবার ১৭ আগষ্ট ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ১৯৮০ সালে এইরকমই এক ডার্বিতে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এই ম্যাচকে কেন্দ্র করে সেদিন রণক্ষেত্র হয়ে উঠেছিল গ্যালারি। প্রাণ হারিয়েছিলেন মোট ১৬ জন সমর্থক। ম্যাচের মধ্যে দুই ফুটবলারদের সংঘাতকে কেন্দ্র করেই উতপ্ত হয়ে ওঠে গ্যালারি। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় মোহনবাগানের বিদেশ বসু ও ইস্টবেঙ্গলের দিলীপ পালিতের মধ্যে সংঘাত হয়। সেই সংঘাতের রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। গ্যালারির সেই সংঘাত ধীরে ধীরে বড় আকার ধারণ করে। হাতাহাতিতে জড়িয়ে যাওয়ার পর দুই দলের সমর্থকরা একে অপরকে গ্যালারি থেকে ছুঁড়ে ফেলে দেন। ফলে ১৬জন সমর্থকের। পদপিষ্ট হয়েও আহত হন বেশ কয়েক সমর্থক। এরপর থেকেই সেই সময় ফুটবল খেলাকে কেন্দ্র করে মানুষের মনে ভয় ও আতংকের বাতাবরণ সৃষ্টি হয়। ডার্বি বর্তমানে হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেখানে নিরাপত্তা বলয় অনেক শক্তিশালী করা হয়। তবুও ম্যাচের পর দুই প্রধানের সমর্থকরা মাঠের বাইরে সংঘাতে জড়ান। ফুটবল খেলায় যা কখনই কাম্য নয়। ৯০ মিনিটের রেষারেষি এবং প্রতিদ্বন্দ্বিতা মাঠেই সীমাবদ্ধ না রাখলে আরো এক মর্মান্তিক ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যেতে পারে। ফলে সংযত হতে হবে দুই প্রধানের সমর্থকদেরই।
on this day 1980
এক মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল ইডেন গার্ডেন্স আজকের দিনে
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0