ইরান থেকে তিন ভারতীয় নাগরিক নিখোঁজ। তেহরানে ভারতীয় দূতাবাস বুধবার জানিয়েছে একথা। ভারতীয় দূতাবাস ইরানের কর্তৃপক্ষকে নিখোঁজ ভারতীয়দের খুঁজে বার করতে এবং তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা জানিয়েছে।
জানা যাচ্ছে নিখোঁজ তিনজন পাঞ্জাবের সাঙ্গরুর, নওয়াশহর এবং হোশিয়ারপুরের বাসিন্দা। দিল্লি থেকে অস্ট্রেলিয়াতে তাঁদের নিয়ে যাওয়ার কথা ছিল। জানা যাচ্ছে দালাল ধরে অস্ট্রেলিয়াতে কাজের অনুমতিপত্র জোগার করেছিলেন এই তিন যুবক। কিন্তু এজেন্টরা অস্থায়ীভাবে রাখার কথা বলে তাঁদের ইরানে নিয়ে যায়। তারপর তাঁদের অপহরণ করা হয়।
সাঙ্গরুরের বাসিন্দা হুসনপ্রীতের মা অভিযোগ করেছেন যে ট্র্যাভেল এজেন্টরা টাকা নিয়েছিল। অপহরণের পর প্রথম কিছু দিন তাঁদের সঙ্গে পরিবার গুলির কথা হয় কিন্তু ১১ মে থেকে আর কথা হয়নি। তিনি আরও অভিযোগ করেছেন যে তাঁর সন্তান সহ বাকিদের ছবি ও ভিডিও পাঠানো হয়েছিল। সেখানে দেখা গেছে তাঁদের হাত দড়ি দিয়ে বাধা এবং শরীরে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে।
এছাড়াও জানা গেছে হোশিয়ারপুরের এজেন্ট যে ওই যুবকদের ইরানে পাঠিয়েছিলেন, সে পলাতক। পরিবার তার বিরুদ্ধে পুলিশে অভিযোগও করেছে।
তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিখোঁজদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
Indian kidnapped in Iran
কাজের খোঁজে বেরনো তিন ভারতীয় যুবক অপহৃত ইরানে

×
Comments :0