সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে এবার থেকে একজন কমান্ডারের নেতৃত্বেরই কাজ করবে ভারতীয় সেনার তিন বিভাগ। গতকাল থেকে কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। এতদিন পর্যন্ত ভারতীয় সেনার তিন বাহিনী – স্থল, নৌ এবং বিমান আলাদা আলাদা কাজ করতো। অপারেশন সিঁদুরের সময়ও এই তিন সেনা আলাদা আলাদা ভাবেই কাজ করেছে। এবার পরিবর্তন এলো সেই নিয়মে।
মোদী সরকারের ইন্টার সার্ভিসেস অর্গনাইজেশন আইনের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে। ২০২৩ সালের বাদল অধিবেশনে এই বিল পাশ করায় কেন্দ্রীয় সরকার। সেই বছরই রাষ্ট্রপতির সম্মতিতে বিল আইনে পরিনত হয়।
কেন্দ্রীয় সরকারের কথায় এই নতুন আইনের ফলে ভারতীয় সেনার তিন বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় কোন পরিস্থিতি তৈরি হলে তার দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তিন বাহিনীর মধ্যে ক্রমাগত সমন্বয় থাকবে বলেও দাবি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে।
২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর অপারেশন সিঁদুরের সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয় সামরিক সংঘাত। ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি গুলোকে লক্ষ করে হামলা চালালেও পাকিস্তান হামলা চালিয়ে বসতি লক্ষ করে। ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে সেই সময় পাকিস্তানের বহু হামলার মোকাবিলা করাও সম্ভব হয়েছে। এমনকি তা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে দুই দেশের সংঘর্ষ বিরতি পরিস্থিতি ভারতীয় সেনায় এই পরিবর্তন পাকিস্তানকে বার্তা দেওয়া বলেই মনে করছেন অনেকে।
Indian army
সীমান্তে একই কমান্ডারের নেতৃত্ব কাজ করবে ভারতীয় সেনার তিন বাহিনী

×
Comments :0