আগামী ৪জুন তারিখে থাইল্যান্ডের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তারপর ১০তারিখ হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জনের ফাইনাল পর্বের ম্যাচে নামবে ভারত। সেই জন্যই সুপার কাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতায় গত ১৯তারিখ থেকে ক্যাম্পে রয়েছেন ফুটবলাররা। এই ২৮জন সদস্যই অনুশীলন করছেন এই ক্যাম্পে মানালো মার্কেজের অধীনে। আইএসএল , কলকাতা লিগ , ইয়ুথ লিগ এবং সুপার কাপে ভাল পারফর্ম করার জন্য সুযোগ পেয়েছেন মোহনবাগানের স্ট্রাইকার সুহেল ভাট। বিগত বেশ কয়েকটি ম্যাচে খারাপ পারফরমেন্সের জেরেই বাদ পড়েছেন গুরপ্রীত সিং সান্ধু। দলে ফিরছেন সুনীল , ব্র্যান্ডন , সন্দেশদের মতো খেলোয়াড়রাও। একনজরে দেখে নেওয়া যাক ভারতের ২৮ সদস্যের দল।
গোলরক্ষক - হৃত্বিক ,বিশাল , গুরমিত , অমরিন্দর
ডিফেন্ডার - রোশান , শুভাশীষ , সন্দেশ , রাহুল , আনোয়ার , মেহেতাব , অভিষেক , চিংলেনসানা , বরিস ও আশীষ রাই
মিডফিল্ডার - সুরেশ , মহেশ আয়ুশ , উদান্তা , লিস্টন , আপুইয়া , আশিক , ব্র্যান্ডন ও নিখিল প্রভু
স্ট্রাইকার - সুনীল , এডমান্ড , মনবীর , সুহেল ও চাংতে।
Comments :0