বাংলাদেশে দ্রুত নির্বাচনীর দাবি জানালো বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।
সেদেশের সেনার ক্ষোভ এবং অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের পদত্যাগ সংক্রান্ত আলোচনার আবহে এক বিবৃতিতে নির্বাচনের দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।
শনিবার এই বিবৃতিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো বলেছে যে ডঃ ইউনুসের পদত্যাগ ঘিরে যে গুঞ্জন শুরু হয়েছে তা অন্তবর্তী সরকারের সৃষ্ট সংকটেরই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবে, এটিই ছিল জনতার প্রত্যাশা। কিন্তু রাজনৈতিক লক্ষ্যহীনতায় পতিত হওয়ার ফলে অন্তবর্তী সরকার গত ৯ মাসে দেশে আইন-শৃঙ্খলা, প্রতিপক্ষের ওপর প্রতিশোধ, একনায়ক সুলভ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। বার্মায় রাখাইন করিডরের মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে জনগণকে না জানিয়ে বিদেশি শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। লাভজনক প্রতিষ্ঠান ডাবলমুরিং কন্টেনার পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সরকারকে জনবিচ্ছিন্ন করেছে।
ওয়ার্কার্স পার্টির বক্তব্য, সংস্কারের নামে সরকার সময় নিয়ে চলেছে। জনগণ চাইছে
দ্রুত সুষ্ঠু ও অবাধ নির্বাচন।
এদিকে শনিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকের পর এক বিবৃতিতে বলেছে যে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসমক্ষে জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান দ্রুত নির্বাচনের পক্ষে জোরালো মত জানিয়েছেন। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসতে বাধ্য হওয়ার পর বাংলাদেশে মহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সে সময়ে দ্রুত নির্বাচন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা থেকে বারবার পিছিয়েছে অন্তর্বর্তী সরকার।
Bangladesh Election
বাংলাদেশে দ্রুত নির্বাচনই সংকট সমাধানের সুষ্ঠু পথ, বলল ওয়ার্কার্স পাটি

×
Comments :0