conclave against labour code

শ্রম কোডের বিরুদ্ধে জাতীয় কনক্লেভ করছে কেরালা

জাতীয়

শ্রম কোডের বিরুদ্ধে ওয়ার্কার্স কনক্লেভ করবে কেরালা। ১৯ ডিসেম্বর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজধানী তিরুবন্তপুরমে এই "শ্রমিক সম্মেলন ২০২৫"-র উদ্বোধন করবেন।
সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছেন রাজ্যের শ্রম মন্ত্রী ভি শিবমকুট্টি।
কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোডের বিরুদ্ধে প্রতিবাদ  জানিয়েছে বহু মানুষ। তা সত্বেও শ্রম কোড চালু করেছে কেন্দ্রের বিজেপি জোট সরকার। তার বিরুদ্ধেই কেরালা এই বিশেষ সম্মেলন করছে বলে জানান শিবমকুট্টি।
তিনি সাংবাদিকদের জানান,  শ্রম আইন বাতিল করে এই শ্রম কোড শ্রমিক বিরোধী ও  যুক্তরাষ্ট্রীয় নীতির গুরুতর লঙ্ঘন। পাশাপাশি, এই শ্রমকোডগুলিকে শ্রমিকের অধিকারের বিরোধী।  রাজ্যগুলির নিজস্ব অধিকারকে খর্ব করছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিন কেরালার শ্রমমন্ত্রী বলেন, ' এই সম্মেলনের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে শ্রমিক এবং রাজ্যগুলি স্বার্থরক্ষায় বিকল্প নীতি তৈরি করা।’
পাঞ্জাব, তামিলনাড়ু, ঝাড়খন্ড, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যের শ্রমমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন বলেও জানান তিনি। 
কেরালার অর্থনীতি এবং আইনমন্ত্রী কে এন বালাগোপাল এবং শিল্পমন্ত্রী পি রাজীভ এই সম্মেলনে অংশ নিতে পারেন বলেও জানা যাচ্ছে।

Comments :0

Login to leave a comment