AIDWA

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাকে কলকাতায় মিছিল মহিলা সমিতির

কলকাতা

সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সম্প্রীতি মিছিল হয় কলকাতায়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কলকাতা জেলা কমিটির ডাকে শনিবার বিকেলে নোনাপুকুর ট্রাম ডিপো থেকে পার্ক সার্কাস পর্যন্ত হয় এই মিছিল। সম্প্রীতি মিছিলে পা মেলান মহিলা সমিতির সদস্যসহ শহরের একাধিক মহিলারা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ, কলকাতা জেলার সম্পাদক সমিতা হর চৌধুরী, সভাপতি পারমিতা সেন সহ নেতৃবৃন্দ। 
পহেলাগাঁও ঘটনার পরে রাজ্য এবং দেশজুড়ে প্রশাসন ইচ্ছাকৃতভাবে দাঙ্গার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী ব্যর্থ হয়েছে দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে। এই প্রসঙ্গে কনীনিকা ঘোষের বলেন, ''এত শক্তিশালী সেনাবাহিনী কেন্দ্রীয় সরকারের! কী করছিল তারা যখন এতক্ষণ সময় নিয়ে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যা করল সন্ত্রাসবাদীরা? এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীর এবং প্রধনমন্ত্রীর। ভারতবর্ষ যেমন ওই নিরীহ পর্যটকদের দেশ তেমনই আদিল শাহ, নজাকতের দেশ, কাশ্মীরের যেসমস্ত মহিলারা পর্যটকদের মহিলাদের সন্তানসহ রক্ষা করেছে তাঁদের দেশ এবং পুনম সাউয়ের দেশ আর তা উধমপুরে জঙ্গিদের বিরূদ্ধে লড়াইয়ে প্রাণ দিয়ে প্রমাণ করেছে ঝন্টু আলি শেখ।'' তিনি আরও বলেন, ''ভারতের এই ঐক্য নষ্ট করছে প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে। এই সাম্প্রাদায়িক আচরণের বিরোধিতা করে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলায় মহিলারা পথে নামছে।''
সমিতা হর চৌধুরী বলেন, ''এই বিজেপি সরকার নোটনন্দীর সময়ে মানুষকে বলেছিল নোটনন্দী হলে সন্ত্রাসবাদ নির্মূল হবে। তারপর এল ৩৭০ ধারা বিলোপ, সেই এক যুক্তি। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ সরকারকেই এই হত্যালীলার দায় নিতে হবে।'' 
পারমিতা সেন বলেন, ''১৯৫০ সালে যখন সংবিধান খসড়া কমিটি তৈরি হওয়ার পরেই চেয়ারম্যান বাবাসাহেব আম্বেদকরকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নির্দেশ দিয়েছিলেন ধর্মনিরপেক্ষ সংবিধান নির্মাণের, নাহলে ভারতের ঐক্য নষ্ট হবে এবং সমগ্রিকভাবে দেশের অগ্রগতি সম্ভবপর হবে না। সেদিন থেকেই আমরা ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে জেনে এসেছি আর ভবিষ্যতেও সেই জানাকেই বৈধতা দেব। এদেশের সংবিধানকে যারাই বিকৃত করার চেষ্টা করবে তাঁদের বিরূদ্ধে আমাদের লড়াই জারি আছে, আগামীদিনেও জারি থাকবে।"

Comments :0

Login to leave a comment