রাজ্যের মহিলাদের ক্ষমতায়ের স্বার্থে প্রতিটা পঞ্চায়েত ওয়ার্ডে মহিলাদের একত্রিত করে নারী সংসদ গড়ে তুলবে সিপিআই(এম)। সিপিআই(এম) রাজ্য সম্পাদক এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি সাংবাদিক সম্মেলনে জানান নারী সংসদে মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তার সাথে হবে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। মহিলাদের মানসিক স্বাস্থ্য ও মানসিক বিকাশের কর্মসূচিও নেওয়া হবে। সিপিআই(এম) নেতৃত্ব জানিয়েছেন গার্হস্ত্য হিংসা ও যৌন হয়রানি প্রতিরোধে প্রত্যক্ষ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি করা হবে আইনি সহায়তা। এর সাথে লেখাপড়ার ক্ষেত্রেও সহায়তা করা হবে।
এই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, ‘কিছু জায়গায় আমার এই কাজ শুরু করেছি। আরও করবো সমাজ আমাদের, মানুষ গুলো আমাদের তাই আমরা এই কাজ করবো।’ তিনি বলেন মহিলাদের বিরুদ্ধে যেই ভাবে অপরাধ বাড়ছে তার জন্য মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণও দেওয়া হবে।
মীনাক্ষী মুখার্জি বলেন, ‘তৃণমূল রাজ্যে গুন্ডারাজ কায়েম করছে। এদের শাসনে মেয়েরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ। মেয়েরা এই রাজ্যে এগিয়ে ছিল অনেক দিক থেকে। যারা সরকার পরিচালনা করতো তারা অপরাধীদের ক্ষেত্রে নেতিবাচক দৃষ্টি ভঙ্গি রাখতো কিন্তু এখন অপরাধীদের আড়াল করা হচ্ছে।’
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নারী সংসদের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘‘বিভিন্ন জায়গায় আমরা এই কাজ শুরু করে দিয়েছি। মহিলাদের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় যেই বিকল্প পাঠশালা চলছে সেখানে ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’’
সেলিম বলেন, ‘‘বামফ্রন্টের সময় স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়। ঋণ দেওয়া হতো কাজের জন্য। সেই সব প্রকল্প বন্ধ করা হচ্ছে। মহিলাদের কর্মসংস্থানের জন্য কথা বলছে সরকার কিন্তু কিছু হচ্ছে না। মহিলাদের উন্নতির জন্য, তাদের নিরাপত্তা, উপার্জনের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থের জন্য এই কাজ হবে।’’
মীনাক্ষী মুখার্জি বলেন, ‘‘মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের কর্মসংস্থানের পরিবেশ এরাজ্যে ছিল। যে কোনও ক্ষেত্রে মেয়েদের নিয়োগ হত। আজ কারখানা থেকে সরকারি নিয়োগ, সবই পক্ষপাত দুষ্ট, দুর্নীতিতে ভরা। সব নিয়োগে ঘুষের কারবার, দাদাগিরি। মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেই সক্ষমতা গড়ে তোলার দাবি জানাচ্ছি। তার জন্য তাঁদের তৈরি করার কাজ আমরা করছি। লোকসভা নির্বাচনের সময়েই মহিলাদের উন্নয়ন, সক্ষমতা ঘিরে আমাদের কাজের পরিকল্পনা নিয়েছিলাম। তার রূপায়নের কাজ করছি। এই কাজকে আমরা আন্দোলনের চেহারা দেওয়ার লক্ষ্য নিয়ে চলছি।’’
CPI(M)
নারী ক্ষমতায়নের জন্য রাজ্য জুড়ে ‘নারী সংসদ’ তৈরি করবে সিপিআই(এম)

×
Comments :0