আন্দুলের বাইক সারানোর গ্যারেজে ভয়াবহ আগুন, মৃত এক। অগ্নিদগ্ধ হয়ে মৃত সন্দীপ দাস ওই গ্যারেজের মালিক বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরে হাওড়ার নিমতলা এলাকায় আন্দুল রোডের উপর গ্যারাজে আগুন লাগে। বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়ে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের কথায় ওই গ্যারেজে কাটা তেল রাখা হতো। সেখান থেকে আগুন ভয়াবহ আকার নেয় বলেই অনুমান। তবে সঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
Fire Howrah
হাওড়ার গ্যারেজে আগুন, মৃত এক
×
Comments :0