আগামী ২৩তারিখ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নামতে চলেছে ভারত ও ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্টে নামতে চলেছে এই দুই দল। প্রথম টেস্টে লিডসে জয় পেয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে বার্মিংহ্যামে জিতে সমতা ফেরায় শুভমন গিলের দল। তৃতীয় টেস্টে লর্ডসে ২২রানে ভারতকে হারায় বেন স্টোকসের দল। এবার সিরিজে সমতা ফেরাতে নামবে ভারত। ভারতীয় স্কোয়াডে নব সংযোজন হয়েছেন পেসার অংশুল কম্বোজ। অর্শদীপের চোটের কারণেই তার জায়গায় সুযোগ পেয়েছেন অংশুল। নীতিশ কুমার রেড্ডিও চোটের কারণে দলে থাকবেননা। অন্য দিকে ইংল্যান্ড দল আরো শক্তিশালী করতে শোয়েব বশিরের জায়গায় দলে এসেছেন লিয়াম লসেন। প্রায় ৮বছর পর ফের দলে ফিরলেন লিয়াম। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম বরাবরই বিখ্যাত ছিল তার বাউন্সি পিচ ও হাই স্কোরিং রানের জন্য। তবে শেষ কয়েক বছরে পিচ বেশ স্লো হয়ে গেছে। ২৩তারিখ ম্যানচেস্টারের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে ,পেসাররাই সুবিধা পেতে চলেছেন এই ম্যাচে। ওল্ড ট্রাফোর্ডে মোট ৯টি টেস্টে মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ভারতের জয়ের ভাঁড়ার শূন্য। ৯টিই জিতেছে ইংল্যান্ড। এই ম্যাচে খেলবেন বুমরা। গত ম্যাচে ভারতীয় বোলিংয়ের নায়ক আকাশদীপকে ছাড়াই তাই বুধবার মাঠে নামতে হবে ভারতকে। তার জায়গায় খেলবেন বুমরা। সিরিজের শেষ টেস্ট ওভালের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই পাওয়া যাবেনা বুমরাকে। তাই বোলিং নির্ভর পিচে নিজেদের সেরা অস্ত্রের দ্বারাই ইংল্যান্ডকে ঘায়েল করতে চায় ভারত।
ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ - জ্যাক ক্রলি ,বেন ডাকেট ,ওলি পোপ ,হ্যারি ব্রুক ,বেন স্টোকস ,জেমি স্মিথ ,লিয়াম লসেন,ক্রিস ওকস ,ব্রাইডন কার্স ও জোফ্রা আর্চার।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - যশস্বী জয়সোয়াল ,সাই সুদর্শন,শুভমন গিল ,ঋষভ পন্থ ,রবীন্দ্র জাদেজা ,ওয়াশিংটন সুন্দর , কুলদীপ ,সিরাজ,বুমরা ও অংশুল কম্বোজ।
Comments :0