MODI

ফের অজিতের সাথে বৈঠক মোদীর

জাতীয়

সীমান্তে ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে ফের প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দোভালের পাশাপাশি বৈঠকে ছিলেন ভারতীয় সেনার তিন প্রধান। প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। 

২২ এপ্রিল পহেলগাম হামলার প্রত্তুত্তরে অপারেশ সিঁদুর শুরু করে ভারতীয় সেনা। একের পর এক প্রত্যাঘাত আনছে ভারত। পাকিস্তানের একাধিক এয়ার বেসে ভারত আঘাত এনেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। 

বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় পাকিস্তানের ড্রোন হামলা, সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে লাগাতার গুলি চালাচ্ছে পাকিস্তান। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে গুলি করে ৫০টি পাক ড্রোন নামিয়েছে ভারতীয় সেনা। নামানো হয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমানও সাংবাদিক সম্মেলন করে সেই কথা স্বীকার করেছে পাকিস্তান। 
গতকাল রাতে পাকিস্তানের ১২টি শহরে হানা দেয় ভারতীয় বাহিনী। সূত্রের খবর একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করেছে ভারত। আরব সাগরে অভিযান চালায় আইএনএস বিক্রান্ত। ইসলামাবাদে বড়সড় বিষ্ফোরণ হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।
লাহোর শহরেও বিষ্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। করাচি বন্দরেও লাগাতার বিষ্ফোরণ ঘটছে বলে সূত্রের খবর। 

Comments :0

Login to leave a comment