শ্রম কোড আইন পাশ হলেও চালু হয়নি। কিন্তু দেশের সরকার এবং বেসরকারি সংস্থা অনেকক্ষেত্রেই চালু শ্রম আইন ভেঙে এই শ্রম কোডকে প্রয়োগ করছে। দেশজুড়ে তার বিরুদ্ধে শ্রমজীবী জনতার ক্ষোভও বাড়ছে।
সিআইটিইউ’র মতো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের মঞ্চ শুক্রবার বিবৃতিতে একথা বলেছে। গত বৃহস্পতিবার বৈঠক হয়েছে এই মঞ্চের। ২০ মে সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে জাতীয় স্তরের ট্রেড ইউনিয়ন সমূহের এই মঞ্চ। শ্রম কোড বাতিলের দাবিতে এই ধর্মঘটের প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে সব স্তরের শ্রমজীবীকে জনতার ঐক্য ও সংহতি রক্ষার আহ্বান জানানো হয়েছে। ১৫ মে ফের বৈঠকে বসবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের এই মঞ্চ। ধর্মঘটের প্রস্তুতি ফের খতিয়ে দেখা হবে।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করা হয়েছে বিবৃতিতে। দেশের বিভিন্ন প্রান্তে সাম্পরদায়িক শক্তির বিভাজনের প্রচারেরও বিরোধিতা করা হয়েছে। কাশ্মীরী ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনায় নিন্দা করা হয়েছে। পহেলগামে নিহতদের পরিবারকে ঘৃণ্য আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা মুসলিম এবং কাশ্মীরীদের প্রতি বিদ্বেষের বিরোধিতা করায় উগ্র হিন্দুত্ববাদী বাহিনী অশ্লীল আক্রমণ করতে নামে।
পহেলগামের ঘটনার জবাবে সন্ত্রাসবাদ বিরোধী ভারতের সামরিক পদক্ষেপের পর সাংবাদিক সম্মেলনের উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ভারত বলেছে যে উত্তেজনা বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ নয়। বিবৃতিতে বলা হয়েছে দেশের সকরাকে এই সময়ে উগ্র এবং ঘৃণা প্রচার রোধ করতে হবে। সন্ত্রাসবাদীদের শাস্তি নিশ্চিত করতে কূটনৈতিক স্তরে চাপ দিতে হবে।
20 May Strike
২০ মে’র ধর্মঘটের প্রস্তুতি পুরোদমে, জানালো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মঞ্চ

×
Comments :0