প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার সকালে ধর্মেন্দ্রর বাড়ি থেকে একটি অ্যাম্বুলেন্স সরাসরি পৌছে যায় ভিলে পার্লে শ্মশানে। তারপরই সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে পৌঁছান অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন রয়েছেন আমির খানও। এছাড়ার শ্মশানের ছিলেন ধর্মেন্দ্রর দুই ছেলে সানি এবং ববি দেওয়ল, স্ত্রী হেমা মালিনী।
পুলিশের পক্ষ থেকে শ্মশানের বাইরে কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং কাউকে সেখানে প্রবেশও করতে দেওয়া হয়নি।
কয়েকদিন আগে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালিন ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়ায়।
Comments :0