Left congress rally

শাস্তি চাই: কলকাতায় বামফ্রন্ট-কংগ্রেসের মিছিল

রাজ্য

বৃষ্টির মধ্যেই মিছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের ডাকে।

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে রাসবিহারী মোড় থেকে আরজি কর কান্ডের বিচার চেয়ে মিছিল করলো বামফ্রন্ট এবং কংগ্রেস। শনিবার আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় আসল দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দেয় রাজ্য বামফ্রন্ট এবং রাজ্য কংগ্রেস। বিকেল পাঁচটায় তুমুল বৃষ্টির মধ্যেই শুরু হয় মিছিল। মিছিলের প্রথমসারিতেই রয়েছেন মহিলারা।

স্লোগান উঠেছে আরজি করে হামলা এবং ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও তোলা হয়েছে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন