RG Kar Student Death

দেশ জুড়ে একাধিক সরকারি হাসপাতালে চলছে বিক্ষোভ ও কর্মবিরতি

জাতীয়

আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় সারা দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতির ডাক দিলেন চিকিৎসকরা। দিল্লি মুম্বাই সহ একাধিক জায়গায় এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন চিকিৎসকরা। দিল্লির এআইআইএমএস’এ সোমবার সকাল থেকে কর্মবিরতি চলছে। দাবি একটাই অভিযুক্তদের কঠো শাস্তি।

শুক্রবার সকালে কলকাতার এই সরকারি মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয়ে এক চিকিৎসক পড়ুয়ার মৃত দেহ। ময়নাতদন্তে দেখা যায় তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন আছে। গলার হার ভেঙে গিয়েছে। ধর্ষন করে খুন করা হয়েছে বলে উঠেছে এসেছে ময়নাতদন্তে। 

এই ঘটনায় একজন অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযোগ উঠেছে যে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় কাউকে একটা আড়াল করার চেষ্টা চলছে। নির্যাতীতার পরিবার জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে তাদের টাকার প্রস্তাবও দেওয়া হয় চুপ থাকার জন্য। রবিবার এই কথা সমানে আসার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কের মাঝেই হঠাৎ সোমবার সকালে পদত্যাগ করেন তৃণমূল ঘনিষ্ট আরজি করের অধ্যক্ষ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন