একেই বন্যা ও ভাঙ্গনে ভুগছে মানিকচক ব্লকের ভুতনী চর এলাকা ঠিক তার মধ্যেই পর পর দু’দিনে দুজন জলে ডুবে মারা গেল।
মঙ্গলবার রোজ সেখ নামে একুশ বছরের এক যুবক, বাড়ি জুলাব্দিটোলায়, মারা যান। তিনি এলাকায় অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে পরিচিত। তবে পড়াশোনা করতেন বাইরে। এরপরই বুধবার সকালে নদীতে ডুবে মৃত্যু হয় হেমাঙ্গিনী মন্ডল নামে মহেন্দ্রপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। বাড়ী পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রপুরে। পর পর দুইদিন দুজনের ডুবে মারা যাওয়ার ঘটনায় দুই এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে।
সমবয়সীদের সঙ্গে বন্যার জলে নেমে মৃত্যু হলো এই কিশোরীর। পরপর দু’দিন মালদহের মানিকচকে ভূতনীর বন্যা কবলিত এলাকায় এই নিয়ে দু’জনের মৃত্যু হলো।
বুধবার জলে ডুবে মৃত ১২ বছরের কিশোরীর নাম হেমাঙ্গিনী মন্ডল। বাবার নাম বিজয় মন্ডল। পেশায় কৃষক। হেমাঙ্গিনীর বাড়ি ভূতনীর পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা এলাকায়।
জানা গিয়েছে, পশ্চিম নারায়ণপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির এই ছাত্রী বন্ধুদের সঙ্গে বন্যার জলে স্নান করতে নামে। ওই সময় হঠাৎ করেই জলে তলিয়ে যায়।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা জলে নেমে নৌকা নিয়ে, জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধঘন্টা পর জল থেকে ওই কিশোরীর নিথর দেহ উদ্ধার হয়। ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরে ভূতনী থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বলে জানা গেছে।
পরিবারের কাছে পৌঁছে যান দেবজ্যোতি সিন্হা সহ পার্টি নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মালদহ এবং মুর্শিদাবাদে বন্যা এবং ভাঙনে বিস্তীর্ণ অংশে বিপন্ন মানুষ। বৃহস্পতিবারই বন্যা এবং ভাঙন মোকাবিলার দাবিতে এই দুই জেলার জনতাকে নিয়ে ফরাক্কা ব্যারেজ অভিযানের ডাক দিয়েছে বামফ্রন্ট।
Bhutni Deaths
বন্যা কবলিত ভূতনীতে দু’দিনে জলে ডুবে মৃত্যু ছাত্র, কিশোরীর
×
Comments :0