Abhaya Rally Jalpaiguri

অভয়া-হত্যার বিচার চেয়ে মিছিল জলপাইগুড়িতে

জেলা

আর জি কর হাসপাতালে কর্মরত চিকিৎসক খুনের এক বছর পূর্তির পরেও এখনো অধরা অধিকাংশ খুনি, ধর্ষণকারী। অবিলম্বে অভয়া থেকে তমান্না খুনে যুক্ত সমস্ত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জলপাইগুড়ি শহরের মাদ্রাসা মাঠের সামনে থেকে মশাল মিছিল শহর পরিক্রমা করল। 
মিছিল মাদ্রাসা মাঠের সামনে থেকে শুরু হয়ে কদমতলা, উকিলপাড়া, দিন বাজার, মার্চেন্ট রোড থানা মোড়,ডিবিসি রোড হয়ে মাদ্রসা ময়দানের সামনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক বেদব্রত ঘোষ,যুব নেতা দেবরাজ বর্মন, এসএফআই নেতা পাপাই মোহাম্মদ, অর্ণব সরকার, এবিপিটিএ’র জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা,এবিটিএ র জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, শিক্ষক নেতা কৌশিক গোস্বামী, শিক্ষক নেত্রী রিতা রায় সেনগুপ্ত, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্ব পিয়ালী গুহ রায়,পর্ণা নাগ চক্রবর্তী, দিপালী মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment