US OPEN 2025

দ্বিতীয় ইউ এস ওপেনের শিরোপা আলকারেজের

খেলা

রবিবার রাতে ( সোমবার ) জান্নিক সিনারকে হারিয়ে দ্বিতীয় ইউ এস ওপেনের শিরোপা জিতলেন কার্লোস আলকারেজ।  প্রায় ২ ঘণ্টা ৪২ মিনিটের দুর্দান্ত লড়াইয়ে ইতালিয়ান প্রতিদ্বন্দ্বী বিশ্বের এক নম্বর জান্নিক সিনারকে হারালেন ৬-২, ৩-৬, ৬-১ , ৬-৪ ব্যবধানে । সোমবার শুধু সিনারকে হারিয়ে ট্রফি জয়ই নয় আলকারেজে ছিনিয়ে নিলেন এটিপি ( এসোসিয়েশন টেনিস প্রফেশনালস ) বিশ্ব র‍্যাঙ্কিংয়ের প্রথম স্থানটিও। এদিন ফাইনাল ম্যাচটি শুরু হতে প্রায় ৩০ মিনিট বিলম্ব হয়েছিল। কারণ এই ফাইনাল দেখতে নিউ ইয়র্কের আর্থার আশে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন