আগামী ২৩ তারিখ থেকে ভারত ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে। গত লর্ডস টেস্টে হেরে সিরিজে ২-১ পিছিয়ে রয়েছে ভারত। প্রত্যাবর্তনের লড়াইয়ে শক্তি বাড়াতে তাই নিজেদের দলে নতুন খেলোয়াড়ের সংযোজন করলেন কোচ গৌতম গম্ভীর। পেসার অংশুল কম্বোজকে দলে নিলেন গম্ভীর। এই সপ্তাহের প্রথম দিকে বেকেনহ্যামে অনুশীলনের সময় হাতে হালকা চোট পান অর্শদীপ। তার জায়গায় দলে নেওয়া হল অংশুলকে। আগামী ম্যানচেস্টার টেস্টের অর্শদীপকে খেলানোর ব্যাপারে কোনোরকম ঝুঁকি নিতে চাইছেনা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ( বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া )। তাই হরিয়ানার এই পেসারকেই দলে নিল ভারত।
বছর ২৪-র অংশুলের জন্ম হরিয়ানার কর্নালে। গত বছর এসিসি মেন্স এমার্জিং টিম এশিয়াকাপ প্রতিযোগিতায় প্রথমবার ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন অংশুল। রঞ্জি ট্রফিতে স্থানীয় দল হরিয়ানা এবং আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন অংশুল। বর্তমানে খেলছেন চেন্নাই সুপার কিংসে। ২০২২ সালে ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফি দিয়েই অভিষেক ঘটেছিল অংশুলের। সে বছর ৭টি ম্যাচে মোট ৭টি উইকেট নিয়েছিলেন বিজয় হাজারে ট্রফিতে । ওই বছরই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৭ম্যাচে মোট ১০টি উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম সারির ক্রিকেট ২২ম্যাচে মোট ৭৪টি এবং টিটোয়েন্টিতে ২৪ ম্যাচে মোট ২৮টি উইকেট নিয়েছেন অংশুল। এছাড়াও ইতিমধ্যেই একটি ফাইফার ( এক ইনিংসে ৫টি উইকেট ) নেওয়ার মতো কৃতিত্বও অর্জন করেছেন অংশুল। এই প্রতিভাবান তরুণ পেসারের সংযোজনে ভারতীয় দল কতটা লাভবান হয়। সেটাই এখন দেখার।
Comments :0