বইকথা
মোল্লা নাসিরুদ্দিনের গল্প
প্রদোষকুমার বাগচী
নতুনপাতা
তোমাদের আজ মোল্লা নাসিরুদ্দিনের কথা বলব।
তোমরা মোল্লা নাসিরুদ্দিনের নাম নিশ্চয়ই শুনে
থাকবে। তোমাদের বাড়িতে তোমাদের মা-বাবার মুখেও
শুনতে পাবে মোল্লা নাসিরুদ্দিনের নাম। বহু নামে তাঁর
পরিচয়। কোথাও "হোজ্জা" নামে কোথাও বা "মোল্লা"
নামে তিনি পরিচিত। তিনি বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার
হাস্যরসাত্মক গল্প এবং তাঁর উক্তি আজও মানুষকে
আকর্ষণ করে। চীনে তিনি "আফান্টি" নামে পরিচিত।
নানা দেশ মোল্লাকে নিজের দেশের মানুষ বলে মনে করে।
এবার নাসিরুদ্দিনের একটা গল্প শোনাই। একবার এক
তর্কবাগীশ মশাই নাসিরুদ্দিনের সঙ্গে তর্ক করবেন
বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন
মোল্লাসাহেব বেরিয়ে গেছেন। এই দেখে মহা বিরক্ত
তর্কবাগীশ মশাই মনের ঝাল মেটাতে মোল্লার সদর
দরজায় খড়ি দিয়ে লিখে গেলেন মূর্খ। নাসিরুদ্দিন বাড়ি
ফিরে এসে কাণ্ড দেখে এক হাত জিভ কেটে এক দৌড়ে
তর্কবাগীশ মশাইয়ের বাড়ি গিয়ে তাঁকে বললেন, ঘাট
হয়েছে পণ্ডিতমশাই, আমি বেমালুম ভুলে গিয়েছিলুম
আপনি আসবেন। যাই হোক শেষটা তবুও মন্দের ভালো
যে, দরজায় আপনি আপনার নামটা লিখে গেছেন। তাই
দেখে আপনার কথা মনে পড়ল।
এই রকম মজার লোক ছিলেন নাসিরুদ্দিন। আমাদের
গোপাল ভাঁড়ের মতো। সকলেই তাঁর কথা শুনতে চায়।
নাসিরুদ্দিনের কথাও বিশ্বের বহু ভাষায় প্রচলিত।
সংস্করণের পর সংস্করণ প্রকাশিত হয়ে চলেছে
আজও। তবে তোমরা আবার এমন ভেবে বসো না যে
নাসিরুদ্দিনের সঙ্গে গোপাল ভাঁড় বা বীরবলদের মধ্যে
কোনও তফাত নেই। নাসিরুদ্দিন কেবল পণ্ডিত নয়,
একবারে মূর্খও। আসলে সে যে কি লোকে ঠিক ঠাহর
করতে পারে না। তাই তো নাসিরুদ্দিনের এত
জনপ্রিয়তা। হবে নাই বা কেন! তাহলে একটা গল্প শোন।
হাটবারে নাসিরুদ্দিন রাস্তায় দাড়িয়ে থাকতেন। কেউ
টাকা দিলে নিতেন না বা আধুলি দিলে তিনি নিতেন না।
কিন্তু এক বা দু পয়সা দিলে নিতেন। লোকে তাকে ডাহা
বোকা আর মূর্খ ভেবে বেশ মজা পেতো। একদিন একটি
লোক বলল, নাসিরুদ্দিন তুমি বেশি পয়সা নিতে পারো।
তাহলে আয়ও বাড়ে লোকেও তোমার বোকামি দেখে হাসি
ঠাট্টা করতে পারবে না। নাসিরুদ্দিন বলল, নিতে পারি
তাহলে তো লোকে আর আমার বোকামি দেখার জন্য
পয়সা দেবে না। — এই হলো নাসিরুদ্দিন। বোকা চালাক,
বুদ্ধিমান নির্বোধ— কোনটা যে আসল নাসিরুদ্দিন
বোঝা ভার। এই রকম এক মানুষের গল্প ও কথাগুলি
যদি তোমরা শোনো তবে তোমাদেরও ভালো লাগবে।
তাহলে তোমরা এবার ‘মোল্লা নাসিরুদ্দিন জিন্দাবাদ’
বইটির খোঁজ কর। তোমাদের বন্ধুর সাথেও তোমরা এই
বইটিকে নিয়ে কথা বললে তারাও মজা পাবে।
মোল্লা নাসিরুদ্দিন জিন্দাবাদ
প্রকাশক— অয়ন। ৭৩মহাত্মা গান্ধী রোড।
কলকাতা—৯
Comments :0