প্রকাশিত হয়েছে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ‘ছাত্রসংগ্রাম’ পত্রিকার শারদ সংখ্যা। শুক্রবার যাদবপুরে এইট-বি বাসস্ট্যান্ডে এই পত্রিকা প্রকাশ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
এসএফআই নেতৃবৃন্দ বলেছে, এবারের শারদ সংখ্যা প্রতিবাদের, প্রতিরোধের। নতুন দিশার প্রতিফলন রয়েছে এই শারদ সংখ্যায়।
এদিন যাদবপুরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসও। ছিলেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃবৃন্দ।
ছাত্রসংগ্রাম-র শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী, সম্পাদক দেবাঞ্জন দে এবং ‘ছাত্রসংগ্রাম’-র সম্পাদক শৌভিক দাসবক্সি।
এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
Chhatra Sangram SFI
ছাত্রসংগ্রাম-র শারদ সংখ্যা প্রকাশ করলেন বিমান বসু

×
Comments :0