Birbhum

পাইকরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত সিভিক পুলিশ

জেলা

এক সিভিক ভেলেন্টিয়ার গভীর রাতে বাড়িতে ঢুকে জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে তুলেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে পাইকর থানার কাঠিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই অভিযুক্তের নাম সাবির হোসেন। বাড়ি ওই গ্রামেই। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, অভিযুক্ত সাবির হোসেন পাইকর থানার একজন সিভিক ভেলেন্টিয়ার। আমার একটি মোবাইল চুরি করেছিল সে। তার একটি মামলা চলছে রামপুরহাট আদালতে। সেই মামলা তুলে নেওয়ার জন্য আমকে বিভিন্ন ভাবে ভয় দেখাতো এবং চাপ সৃষ্টি করতো। সোমবার রাত ১২ টা নাগাদ আমার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র বার করে জোর পূর্বক আমাকে ধর্ষণ করে। আমার চিৎকার শুনে আমার ছেলে ওই অভিযুক্ত যখন বাড়ি থেকে পালাচ্ছিল, তখন তাকে ধরে ফলে এবং দড়ি দিয়ে বেঁধে রেখে পাইকর থানার পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ এসে তাকে ধরে থানায় নিয়ে যায় এবং পরে ছেড়ে দেয় বলে অভিযোগ। এদিকে নির্যাতিতা গৃহবধূ মঙ্গলবার ওই সিভিক ভলেন্টিয়ার সাবির হোসেনের বিরুদ্ধে পাইকর থানায় লিখিত ধর্ষণের অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে রামপুরহাট আদালতে তোলা হয়েছে। বিচারক তার দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এই বিষয়ে পাইকর থানার ওসি জানান, ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বর্তমানে ওই অভিযুক্ত সাবির হোসেন অনেক দিন আগেই বরখাস্ত। কি কারণে বরখাস্ত জানা নেই। তবে বর্তমানে ওই যুবক পাইকর থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার নয়।

Comments :0

Login to leave a comment