প্যালেস্তাইনে গণহত্যা বন্ধ করতে হবে। ইজরাইলকে আমেরিকার মদত বন্ধ করতে হবে। মোদী সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে ইজরাইলের বিরুদ্ধে।
বুধবার এই দাবিতে জলপাইগুড়িতে মিছিল করল সিপিআই(এম)।
ধিক্কার জানানো হয় ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের বিরুদ্ধেও। সারা দেশে বিক্ষোভ দেখাচ্ছে সিপিআই(এম)।
এসআইআর’র নামে ভোটাধিকার কেড়ে নেওয়া ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও স্লোগান উঠেছে।
জলপাইগুড়ি শহরের করে কদমতলা মোড়ে বিক্ষোভ সভা হয়। সিপিআই(এম) জেলা পার্টি দপ্তর থেকে মিছিল শুরু হয়ে থানা মোড় মার্চেন্ট রোড বেগুন টারি উকিলপাড়া মোড় হয়ে কদমতলা মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়। স
ভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা শুভেন্দু সাহা,সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার সভায় সভাপতিত্ব করেন জেলা নেতা বিপ্লব ঝা। মিছিলে নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক পীযূষ মিশ্র, রাজ্য নেতৃত্ব সলিল আচার্য, জেলা সম্পাদক মন্ডলী সদস্য ইসমাইল হক, কৌশিক ভট্টাচার্য, সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দেবরাজ বর্মন, জেলা নেতা রীনা সরকার, বিপ্লব ঝা, তপন গাঙ্গুলী, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার।
Gaza Rally Jalpaiguri
গাজায় গণহত্যার প্রতিবাদে মিছিল জলপাইগুড়িতে

×
Comments :0