পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের খড়গ্রামে সিপিআই(এম) কর্মীকে প্রাণে মারার চেষ্টা হলো। তৃণমূলের হাতে আক্রান্ত হলেন নগরের সিপিআই(এম) কর্মী সাকির আলি মোমিন।
মঙ্গলবার সন্ধ্যায় নগর হাটতলায় একটি চায়ের দোকানে বসেছিলেন সিপিআই(এম) কর্মী সাকির আলি মোমিন ওরফে উজ্জব। সেখানেই হামলা হয়। অতর্কিতে চড়াও হয় তৃণমূল কর্মীরা। তৃণমূলের সভা থেকে ফেরার পথে এই বাহিনী আক্রমণ হানে।
ঘটনার পর পথ অবরোধ করেন সিপিআই(এম) কর্মীরা। সাকির আলী মোমিনকে প্রথমে নিয়ে যাওয়া হয় খড়গ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাঁকে পাটানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
খড়গ্রামে মনোনয়ন জমার প্রথম দিনেই খুন হন কংগ্রেস কর্মী পরিযায়ী শ্রমিক ফুলচাঁদ সেখ। তীব্র প্রতিবাদ হয়। মনোনয়ন পর্বে বাধা দিতে মুর্শিদাবাদের রানিনগর, ডোমকলেও দুষ্কৃতীবাহিনীকে নামতে দেখা যায়। প্রতিরোধ করে মনোনয়ন জমা দেন সিপিআই(এম) এবং কংগ্রেস প্রার্থীরা। প্রতিরোধ করলে আবা বামফ্রন্ট এবং কংগ্রেস কর্মীদের ওপরেই চালাপনো হচ্ছে মামলা। রানিনগরে এমন মামলায় ধৃত দুই সিপিআই(এম) কর্মীর জামিন হয়েছে মঙ্গলবারই। বুধবার তাঁরা মনোনয়ন দাখিল করবেন বলে জানিয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।
বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃবৃন্দ বলছেন, তৃণমূলের জনসমর্থন নেই। বিজেপি’ও লড়াইয়ে নেই বোঝা গেছে সাগরদিঘির উপনির্বাচনে। এখন পুলিশের সাহায্যে মনোনয়নে বাধা দিতে মরিয়া তৃণমূলের বাহিনী। মানুষ ভোট দিলে কোনোভাবেই জিতবে না জেনে চলছে হামলা।
Comments :0