DYFI CRICKET WC

জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাচ্ছে ডিওয়াইএফআই, চলছে ব্রিগেডের প্রচারও

কলকাতা

যাদবপুরে জায়ান্ট স্ক্রিনে খেলা।

আমেদাবাদে চলছে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল, মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া। কলকাতাতেও ভরপুর উত্তেজনা। 

এই মেগা ফাইনালকে কেন্দ্র করে যাদবপুর ৮বি মোড়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করল ডিওয়াইএফআই।  এমনই আয়োজন করা হয়েছে বেহালাতেও। ডিওয়াইএফআই বেহালা পূর্ব ৩ আঞ্চলিক কমিটির উদ্যোগেও বিশ্বকাপের ফাইনাল খেলা দেখানো হচ্ছে।  তার সঙ্গে চলছে ব্রিগেড সমাবেশের অনস্ক্রিন প্রচার। বিরতিতে থাকবে- চায়ের কাপে তুফান তোলো, ৭ই জানুয়ারি ব্রিগেড চলো।

রবিবার সকালে ‘ইনসাফ যাত্রা’-য় ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে হাঁটতে দেখা যায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় এবং সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ যুব নেতৃবৃন্দকে।

আর এবার যাদবপুরে, প্রবল উৎসাহের সঙ্গে অঞ্চলের মানুষকে সাথে নিয়ে ম্যাচ দেখছেন এলাকার ছাত্র-যুব কর্মীরা। পথচলতি বহু মানুষও খেলা দেখলেন। 

Comments :0

Login to leave a comment