BLO Protests

ডেটা এন্ট্রির কাজ করানো যাবে না, ফের বিএলও বিক্ষোভ

রাজ্য

ফের বিএলও বিক্ষোভ। সোমবার সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় বিএলওদের একাংশ। শুধু সিইও দপ্তরের বাইরেই নয় রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ করেন তাঁরা। তাঁদের মূল দাবি ডেটা এন্ট্রির কাজ তাদের দিয়ে করানো যাবে না।

রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলওরা একাধিক বার অভিযোগ তুলেছেন যে কাজের জন্য বাড়তি চাপ দেওয়া হচ্ছে। কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই সেই খবর পাওয়া গেছে। তাঁদের অভিযোগ, অল্পসময়ের মধ্যে ফর্ম বিলি করার কাজ শেষ করার কথা বলেছিলো কমিশন। যার ফলে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বিএলওরা। তাঁদের দাবি, নির্দিষ্ট কোনও কাজের সময়ও বেধে দেওয়া হয়নি। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও নির্বাচন কমিশনের কাছে এই সমস্যা নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের আধিকারিক কিছু বলতে চাইনি।

সোমবার বরানগরে নির্বাচন কমিশনার দপ্তরে বিএলওরা বিক্ষোভ দেখায়। তাঁদের নির্দিষ্ট অভিযোগ, যে নোটিশের ওপর কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তার বাইরে ও তাদের কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীরা বলেন, "ডাটা এন্ট্রি কাজটি আমাদের নয়। এই কাজটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।"
স্পষ্টভাবে তারা জানিয়ে দেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলও-র কাজের জন্য যে পারিশ্রমিক দেওয়া হয় প্রয়োজনে তারা পারিশ্রমিক ফেরত দিয়ে দেবে। কিন্তু এত কাজ তারা করতে পারবে না। এছাড়াও প্রয়োজনে আইনি পদক্ষেপ তারা নেবেন। 

শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের যুক্ত আন্দোলন মঞ্চ '১২ই জুলাই কমিটি' মুখ্য নির্বাচনী আধিকারিক সঙ্গে বৈঠক করে দাবি জানিয়ে এসেছিলেন যে বিএলও-দের দিয়ে ফর্ম বিলি এবং জমা নেওয়া ছাড়া অন্য কাজ করানো যাবে না।  

 

Comments :0

Login to leave a comment