ফের এসআইআর (সংশোধিত ভোটার তালিকা প্রস্তুতি) পর্বে আতঙ্কের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার গভীর রাতে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় বাড়ির পাশের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ভুবন চন্দ্র রায় নামে এক ব্যক্তির দেহ। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবারের অভিযোগ, মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় চরম মানসিক চাপে ভুগছিলেন ভুবনবাবু। জানা গেছে, আমবাড়ির কামারভিটা এলাকার বাসিন্দা ভুবন রায়ের মেয়ে শিবানী রায়ের বিয়ে হয়েছে অন্য ব্লকে কয়েক বছর আগে। তবুও প্রতি নির্বাচনে তিনি বাবার বাড়িতেই এসে ভোট দিতেন। এবারের সংশোধনী ভোটার তালিকা প্রস্তুতির সময় ভুবন রায়, তাঁর স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্ম পৌঁছে গেলেও শিবানীর নামে কোনো ফর্ম আসেনি।
পরিবার সূত্রে জানা যায়, মেয়ের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে এই আশঙ্কায় গত কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে উদ্বিগ্ন ছিলেন ভুবন রায়। সেই দুশ্চিন্তা থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
ঘটনার খবর ছড়াতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। প্রতিবেশীদের অভিযোগ, এনুমারেশন নিয়ে সাধারণ মানুষের মাঝে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে, অথচ প্রশাসনের তরফে সঠিকভাবে সচেতনতা তৈরির উদ্যোগ নেই। বহু পরিবারেই ফর্ম পৌঁছচ্ছে না, আবার কোথাও ভুল নাম, ভুল ঠিকানা, বা তালিকা থেকে বাদ পড়ার আতঙ্ক দেখা দিচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় মানুষের উদ্বেগ দূর করতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। একইসঙ্গে তাঁরা দায়িত্বজ্ঞানহীনভাবে কাজের অভিযোগও তোলেন সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে।
এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই চরম সিদ্ধান্ত তা নিয়ে তদন্তাধীন হলেও পরিবারের দাবি, এনুমারেশন সংক্রান্ত আতঙ্কই মৃত্যুর কারণ। এনুমারেশন প্রক্রিয়া নিয়ে মানুষের অসন্তোষ ও বিভ্রান্তি দূর করতে প্রশাসনের জরুরি উদ্যোগের দাবি তুলছে এলাকার বাসিন্দারা।
Rajganj Death
রাজগঞ্জে এনুমারেশন ফর্ম আতঙ্কে মৃত্যুর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
×
Comments :0