জানা অজানা
২৮শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস
তপন কুমার বৈরাগ্য
নতুনপাতা
বিশ্ব হেপাটাইটিস দিবস ২৮শে জুলাই। এই দিনটা বারুচ স্যামুয়েল
ব্লুমবার্গের জন্মদিন।ব্লুমবার্গের জন্মদিন ২৮শে জুলাই ১৯২৫ খ্রিস্টাব্দে।
তিনি মার্কিণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন।
হেপাটাইটিস পাঁচরকমের হতে পারে।যথাক্রমে-এ,বি,সি,ডি,ই।
এর মধ্যে মারাত্মক হেপাটাইটিস-বি এবংসি।এই টিকা আবিষ্কারের
পূর্বে বিশ্বে ১.৫ মিলিয়ন লোক প্রতি বছর এই রোগে মারা যেতেন। ব্লুমবার্গ
এর টিকা আবিষ্কার করে সারা বিশ্বে মুশকিল আসান হলেন।
ব্লুমবার্গ হহুদি বংশোদ্ভূত ছিলেন।১৯৭৬খ্রিস্টাব্দে হেপাটাইটিস-বি
টিকা আবিষ্কারেরর জন্য তিনি মেডিসিনে নোবেল পুরস্কার পান।
এই টিকা আবিষ্কারের পিছনে এক সত্য কাহিনি আছে।
সালটা ১৯৫০।ব্লুমবার্গের বয়েস তখন পঁচিশ বছর।সবেমাত্র
ডাক্তার হয়েছেন। তিনি সারা পৃথিবী পরিভ্রমণে বের হলেন।
উদ্দেশ্য বিভিন্ন দেশের লোকেদের রক্তের নমুনা নিয়ে মানুষের
জেনেটিক বৈচিত্র অধ্যয়ন করা।১৯৬৪খ্রিস্টাব্দে তিনি অষ্ট্রেলিয়ায়
এলেন।এই সময় হলুদ জন্ডিস নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন।
তিনি অস্ট্রেলিয়ার এক আদিবাসী অধ্যুষিত এলাকায় এলেন।
এখানে দেখলেন বেশ কিছু মানুষের চামড়া হলুদ বর্ণ ।তাছাড়া
তাঁদের প্রস্রাবের বর্ণও হলুদ। তিনি এদের রক্তের নমুনা নিয়ে
পরীক্ষা করলেন।এদের রক্তে যে অ্যান্টিজেন দেখলেন তার নাম
দিলেন অস্টেলিয়ান অ্যান্টিজেন ।এটায় তিনি প্রমান করে দেখান
হেপাটাইটিস-বি। ১৯৬৭খ্রিস্টাব্দে হেপাটাইটিস-বি টিকা আবিষ্কার
করেন।১৯৬৯খ্রিস্টাব্দে প্রথম আবিষ্কারক হিসাবে আন্তর্জাতিক
স্বীকৃতি পান।মানুষের ক্ষেত্রে এই টিকা প্রয়োগ করায় তিনি
অভাবনীয় ফল পেলেন।জন্মের ২৪ঘন্টার মধ্যে শিশুদের দেহে
এই টিকা দেওয়া হয়।তারপর৬থেকে ১৮মাসের মধ্যে আরো
দু'বারএই টিকা দিয়ে টিকাকরণ সম্পূর্ণ করতে হয়।
১৯৯২খ্রিস্টাব্দে ব্লুমবার্গ হেপাটাইটিস-বি ফাউন্ডেশন প্রতিষ্ঠা
করেন। ২০০৮খ্রিস্টাব্দের ২৮শে জুলাই বিশ্ববাসীকে সচেতন
করতে হেপাটাইটিস দিন পালনের উদ্যগ গ্রহণ করা হয়।
২০১১খ্রিস্টাব্দের ২৮শে জুলাই দিনটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব
হেপাটাইটিস দিবস হিসাবে স্বীকৃতি দেন।সেই সাথে ২৮শে
জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে পালিত হয়ে আসছে।
একটায় লক্ষ্য বিশ্ব থেকে হেপাটাইটিস রোগে থেকে মানুষের মুক্তি।
আমরা তাঁকে হারাই ৫ই এপ্রিল ২০১১ খ্রিস্টাব্দে। তাঁর মৃত্যুর
তিনমাস পর ২৮শে জুলাই তাঁর জন্মদিনকে স্মরণ করে
প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস দিবস পালন করে।
Comments :0