জানা অজানা
বুনো গাধা
তপন কুমার বৈরাগ্য
নতুনপাতা
বুনো গাধা এখন প্রায় লুপ্তপ্রায় প্রাণীর মধ্যে পড়ে।
আজ থেকে প্রায় সাতহাজার বছর আগে আফ্রিকায়
প্রথম বুনো গাধার আগমন ঘটে। একশো
বছর আগেও আফ্রিকায় অজস্র বুনো গাধা ছিল।
এরা চার পাঁচজন করে একটা দলে বাস করে।
এরা ৩৬থেকে ৪৮ইঞ্চি লম্বা হয়। ওজনে ১৮১থেকে
২২৮কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। বুনো গাধা দিনে
তিন -চারবার আহার গ্রহণ করে। বুনো গাধা খুব
প্রত্যন্ত অঞ্চলে বাস করে।যদিও এরা খুব শান্ত তবুও
মাঝে মাঝে এরা খুব হিংস্র হয়ে ওঠে। সাধারণ গাধার
চেয়ে বুনো গাধা আকারে এবং লম্বায় একটু বড় হয়।
বুনো গাধা দাঁড়িয়ে ঘুমোয়। যখন নিজেরা নিরাপদ বোধ
করে তখন শুয়ে ঘুমোয়।একনাগাড়ে এরা তিনঘন্টা
ঘুমোয়।অত্যন্ত আঁশযুক্ত উদ্ভিদের উপাদান এরা খাদ্য
হিসাবে গ্রহণ করে। বুনো গাধা কিন্তু কোনো সময় নোংরা
জল পান করে না। পরিস্কার জলের খোঁজে এরা
দলবদ্ধ হয়ে বহু দূরদূরান্তে চলে যায়;তখন এরা নিজেদের
বিপদ নিজেরাই ডেকে আনে।
হিংস্র বন্য প্রাণীর দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে।
মাঝে মাঝে চোরাশিকারীর দ্বারাও এরা আক্রান্ত হয়।
এদের গায়ের রঙ কিছুটা খয়েরী এবং সাদার মিশ্রণে গঠিত।
কান দুটো খাড়া এবং বড়। দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি
খুব প্রখর। আমরা বুদ্ধিহীন ব্যক্তিকে গাধার সঙ্গে তুলনা
করি।কিন্তু বুনো গাধা বুদ্ধিহীন নয়।অনেক সময় এরা
হিংস্র পশুকে ভয় দেখাবার জন্য নানারকম অঙ্গভঙ্গি
করে।কোনো কোনো ক্ষেত্রে এরা নিজেদের বাঁচাতেও
সমর্থ হয়।বুনো গাধা গাছের ছায়াতে থাকতে খুব
ভালোবাসে।এরাও রোমন্থন করে।বুনো গাধারা
প্রায় ত্রিশ বছর বাঁচে। আফ্রিকায় বন -জঙ্গল অনেকাংশে
কমে যাওয়ায় এদের থাকার উপযুক্ত প্রত্যন্ত অঞ্চল
অনেকাংশে কমে গেছে।যার জন্য এদের সংখ্যা দিনের
পর দিন বহুলাংশে কমে যাচ্ছে।তাই এরা আজ ধ্বংসের
মুখে।বনভূমি ধ্বংস নয়।অভয়ারণ্য সৃষ্টি করে আমরা
অনেক প্রাণীকে বাঁচাতে পারি।যেমন বাঁচাতে পারি এই বুনো
গাধাকে ।
Comments :0