AVC U-16 ASIAN CHAMPIONSHIP

এশিয়ান ভলিবল অনুর্দ্ধ ১৬ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত

খেলা

উজবেকিস্তানকে হারিয়ে এভিসি -র  বা AVC ( এশিয়ান ভলিবল কনফেডারেশন )  ভলিবল অনুর্দ্ধ ১৬ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল ভারত। দুর্দান্ত এই ম্যাচে বৃহস্পতিবার থাইল্যান্ডে উজবেকিস্তানকে ২৫-২১, ২৫-১৬, ১৯-২৫ , ১৮-২৫ ও ১৫-১৩ ব্যবধানে হারাল ভারত। গ্ৰুপ পর্যায়ে ' পুল এ ' তে থাইল্যান্ড , অস্ট্রেলিয়া ও চীনকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল ভারত। এই জয়ের ফলে সেমিফাইনালে প্রবেশ করা ছাড়াও আগামী ২০২৬-র এফআইভিবি বা FIVB ( আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন ) অনুর্দ্ধ ১৭ বিশ্বচ্যাম্পিয়ন প্রতিযোগিতার ছাড়পত্রও পেল ভারত। কাতারে আগামী বছরের ১৯ আগস্ট থেকে এই বিশ্বচ্যাম্পিয়ন প্রতিযোগিতা শুরু হবে।

Comments :0

Login to leave a comment