বৃহস্পতিবার নেশন্স কাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নামবে ভারত। তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইরানের বিরুদ্ধে ৩-০ গোলে হেরে যায়। তাই পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ খালিদ জামিলের ক্ষেত্রে। গত ম্যাচে কাঁধে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। তাই একমাত্র সেই জায়গাটি ছাড়া অন্যান্য জায়গায় অপরিবর্তিত থাকবে ভারতের প্রথম একাদশ। পয়েন্টস টেবিলের বর্তমান অবস্থায় ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইরান । ভারতের পয়েন্ট ৩। তুর্কমেনিস্তানেরও ৩পয়েন্টে থাকায় এই ম্যাচে জিততেই হবে ভারতকে। চেষ্টা করতে গোলসংখ্যাও বাড়িয়ে রাখার। কারণ প্রতিযোগিতার নিয়মানুসারে একটি করে দল যাবে পরবর্তী পর্বে। ফলে ভারতের কাছে ক্ষীণ হলেও সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার | আফগানিস্তানের ইতালিয়ান কোচ ভিনসেঞ্জো আন্নেসে ২০২২-২৩ মরশুমে নর্থইস্ট উনাইটেড দলে কোচিং করিয়ে গেছেন । ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে বেশ ভালোমতই ধারণা রয়েছে তার। এছাড়াও ২০২০ তে গোকুলাম কেরালা এফসি তে কোচিং করিয়েছিলেন । পরবর্তী বছরই ২০২১ সালে গোকুলামকে প্রথমবার আই লিগ দিয়েছিলেন এই ভিনসেঞ্জো। বিকেল ৫;৩০টায় তুর্কমেনিস্তানের হিসোর স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
আগামী ৯ অক্টোবর এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে নামবে ভারত। আওয়ে ম্যাচে খেলার পর ১৪অক্টোবর ঘরের মাঠে খেলবে ভারত। এই ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। তবে বৃহস্পতিবার এআইএফএফ জানিয়েছে যে এই ম্যাচ হবে গোয়ার ফতোরদাতে।
Comments :0