রবিবার মেন্স হকি এশিয়া কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত । এই নিয়ে চতুর্থবার এই শিরোপা জিতল ভারত। কোরিয়ার বিরুদ্ধে ভারত জিতেছে মোট ১০ বার । সেই পরিসংখ্যানও নিজেদের পক্ষেই রাখতে সক্ষম হল ক্রেগ ফুল্টনের দল। ৪-১ ফলাফলে জোড়া গোল করেন দিলপ্রিত সিং। ১ মিনিটে সুখজিৎ ও ৫০ মিনিটে শেষ গোল করেন অমিত রোহিদাস। ৫১ মিনিটে কোরিয়ার একমাত্র গোলদাতা সন ডাইন। এশিয়া কাপ জিতে আগামী বছরের এফআইএইচ হকি বিশ্বকাপে নিজেদের স্থান পাকা করে নিল ভারত।
Mens Hockey Asia Cup 2025
হকিতে চতুর্থবার এশিয়াসেরা ভারত

×
মন্তব্যসমূহ :0