ভারতের অনূর্ধ্ব ১৬ ভলিবল দল এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেল। শনিবার থাইল্যান্ডের নাখোন পাথোনে জাপানকে ৩-২ ফলাফলে হারাল ভারত। এর আগে এই জাপানের কাছেই ৩-১ ফলাফলে পরাজিত হয়েছিল ভারত। আবদুল্লা, অপ্রতিম ও রফিকের সৌজন্যে এই জয় আসে।এই জয়ের ফলে এভিসি বা AVC ( এশিয়ান ভলিবল কনফেডারেশন) - র এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমফাইনালে জায়গা করে নেওয়া ছাড়াও ভারতীয় দল যোগ্যতা অর্জন করল এফাআইবি বা FIB ( দ্যা ইন্টারন্যাশনাল ভলিবল ফেডারেশন ) - র অনূর্ধ্ব ১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়। অন্য প্লে অফের ম্যাচে পাকিস্তান ৩-২ ব্যাবধানে হারিয়েছে ইরানকে। মোট চারটি সেমিফাইনালিস্ট হল ভারত, পাকিস্তান, ইরান ও জাপান।
AVC ASIAN U- 16 CHAMPIONSHIP
অনূর্ধ্ব ১৬ এভিসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত

×
Comments :0