বিচারহীন এক বছর। অভয়ার বিচারের দাবিতে গোটা রাজ্যের সঙ্গে প্রতিবাদে গর্জে উঠল জলপাইগুড়ি এবং শিলিগুড়ি। শনিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদের সামিল হলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
শনিবার সকালে জলপাইগুড়ি অভয়া মঞ্চের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে বিচারহীন অভয়াবর্ষে অভয়াকে মনে রেখে "রাখি বন্ধন" অনুষ্ঠিত হয়।
বছর ঘুরলেও অভয়ার বিচার এখনও অধরা। বিচার ছিনিয়ে আনতে শিলিগুড়িতে অভয়া মঞ্চের আহ্বানে প্রতিবাদ মিছিলে পা মেলালেন শহরের অসংখ্য মানুষ। ‘ত্রাসের দেশে মোদের বাস, বিচারাধীন ১২ মাস’ স্লোগানকে সামনে রেখে শনিবার রাত আটটা নাগাদ শিলিগুড়ি বাঘাযতীন পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে সমবেত হয়ে সেখান থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি কোর্টমোড়, হাসপাতাল মোড় হয়ে হিলকার্ট রোড, সেবক মোড় ঘুরে হাসমি চকে শেষ হয়। প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ উঠেছে তিলোত্তমা থেকে তামান্না সুবিচার কি আর পাবো না? ‘অভয়া/তিলেত্তমা বিচারের দাবিতে লড়াই থামবে না, দমনপীড়ন দিয়ে এই লড়াই বন্ধ হবে না’ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে মিছিল।
Justice Rally North Bengal
অভয়ার বিচারের দাবিতে মিছিল শিলিগুড়ি, জলপাইগুড়িতে

×
Comments :0